ডিএসইতে সূচক সামান্য বাড়লেও, লেনদেন কমেছে
১৮ জুন, ২০১৪ ১৫:৪৯:৫৯

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও লেনদেন কমেছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৪০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক সামান্য বেড়ে ১ হাজার ৬০৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে ৯৯৯ পয়েন্টে স্থির হয়।
ডিএসইতে লেনদেন হয় মোট ২৩৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- লাফার্জ সুরমা, বিএসআরএম স্টিল, বেক্সিমকো, গ্রামীণফোন, মিথুন নিটিং, আলহাজ টেক্সটাইল, পেনিনসুলা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এবি ব্যাংক ও ইস্টার্ন হাউজিং।
অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার সিএসইর সিএসসিএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৬২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১০ হাজার ৯৯২ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।
লেনদেন হয় মোট ৩৭ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১৮জুন/জেএস)