শুরুতে ঊর্ধ্বমুখী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ জুন, ২০১৪ ১২:০২:০০

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৫২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬০৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২ পয়েন্টে স্থির হয়।
এ সময়ে ডিএসইতে লেনদেন হয় মোট ৫৯ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- লাফার্জ সুরমা, বিএসআরএম স্টিল, বেক্সিমকো, গ্রামীণফোন, মিথুন নিটিং, আলহাজ টেক্সটাইল, পেনিনসুলা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এবি ব্যাংক ও ইস্টার্ন হাউজিং।
অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৩৮ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৭৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৭ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১১৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।
লেনদেন হয় মোট ৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১৮জুন/জেএস)