logo ২৬ মে ২০২৫
লেনদেনে স্থবিরতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ জুন, ২০১৪ ১৫:২৬:২৫
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)  একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ২টা ০৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট কমে ৪ হাজার ৩৩৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট কমে ১ হাজার ৬০৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার পয়েন্টে স্থির হয়।


এ সময়ে ডিএসইতে লেনদেন হয় মোট ১৯৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- লাফার্জ সুরমা, বিএসআরএম স্টিল, গ্রামীণফোন, পেনিনসুলা, স্কয়ার ফার্মা, বিএসসিসিএল, মিথুন নিটিং, আলহাজ টেক্সটাইল, হাইডেলবার্গ সিমেন্ট ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।


অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ২টা ০৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৪৯ পয়েন্ট কমে ৮ হাজার ২৪১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫৫ পয়েন্ট কমে ১০ হাজার ৯৭৯ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।


এ সময়ে লেনদেন হয় মোট ১৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১৭জুন/জেএস)