বাড়ছে সূচক
২৫ জুন, ২০১৪ ১১:৪৪:৩২

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। একই সঙ্গে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ার দর বাড়তে দেখা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪০৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৬১৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৫ পয়েন্টে স্থির হয়।
এ সময়ে ডিএসইতে লেনদেন হয় মোট ৩৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বেক্সিমকো, লাফার্জ সুরমা, বেক্সিমকো ফার্মা, সামিট পাওয়ার, এসিআই, ন্যাশনাল টিউবস, বিএসসিসিএল, ইউনাইটেড এয়ারওয়েজ, গ্রামীণফোন ও সামিট পূর্বাঞ্চল পাওয়ার।
অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় সিএসইর সিএসসিএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪০০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৯২ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দাম। এ সময়ে লেনদেন হয় মোট ২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২৫জুন/জেএস)