logo ২৫ মে ২০২৫
বেড়েছে সূচক, কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ জুন, ২০১৪ ১৫:২২:১৩
image

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচক বাড়লেও আগের কার্যদিবস থেকে লেনদেনের পরিমাণ কমেছে।


অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৯২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৬১৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার পয়েন্টে স্থির হয়।


ডিএসইতে লেনদেন হয় মোট ২৮০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৩টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বেক্সিমকো, বিএসসিসিএল, লাফার্জ সুরমা, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, ইউসিবিএল, আলহাজ টেক্সটাইল, এসিআই, স্কয়ার ফার্মা ও পেনিনসুলা।


অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার সিএসইর সিএসসিএক্স সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৮৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৪১ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।


এদিন লেনদেন হয় মোট ২২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২৪জুন/জেএস)