logo ২৬ মে ২০২৫
বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ জুন, ২০১৪ ১১:৩৭:৫৮
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৫৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ৬০৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে ৯৯৫ পয়েন্টে স্থির হয়।


এ সময়ে ডিএসইতে লেনদেন হয় মোট ২৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বিএসসিসিএল, লাফার্জ সুরমা, বেক্সিমকো লিমিটেড, ইউসিবিএল, গোল্ডেন সন, এসিআই লিমিটেড, পেনিনসুলা, বিএসআরএম স্টিল, ইউনাইটেড এয়ারওয়েজ ও মেঘনা পেট্রোলিয়াম।


অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় সিএসইর সিএসসিএক্স সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৭৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৬৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৮২ পয়েন্টে দাঁড়ায়।


এ সময়ে স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির দাম। লেনদেন হয় মোট ২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২৩জুন/জেএস)