logo ২৫ মে ২০২৫
শুরুতে বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ জুন, ২০১৪ ১১:৫১:৩০
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৯৮ পয়েন্টে উন্নীত হয়। এছাড়া ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৪৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ২০ পয়েন্টে স্থির হয়।


এ সময়ে ডিএসইতে লেনদেন হয় মোট ২৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বেক্সিমকো, ইউনাইটেড এয়ারওয়েজ, বিএসসিসিএল, মেঘনা পেট্রোলিয়াম, গ্রামীণফোন, জেএমআই সিরিঞ্জ, পদ্মা অয়েল, অ্যাপোলো ইস্পাত, হাইডেলবার্গ সিমেন্ট ও স্কয়ার ফার্মা।


অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৫৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৬০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪৩৫ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৯২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৫টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দাম।


এ সময়ে লেনদেন হয় মোট ৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৩০জুন/জেএস)