logo ২৫ মে ২০২৫
সূচক বেড়েছে, কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ জুন, ২০১৪ ১৬:০০:০০
image

ঢাকা: রমযান মাস উপলক্ষে দেশের উভয় শেয়ারবাজারে লেনদেনের সময় একঘণ্টা কমানো হয়েছে। সাধারণত সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলে। তবে রোজায় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চালুর সিদ্ধান্ত নিয়েছে ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৪৮০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৪৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ১৯ পয়েন্টে স্থির হয়।


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেন হয়েছে মোট ৩৮৭ কোটি ২১ লাখ ২৪ হাজার টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বেক্সিমকো, ইউনাইটেড এয়ারওয়েজ, বিএসসিসিএল, মেঘনা পেট্রোলিয়াম, গ্রামীণফোন, জেএমআই সিরিঞ্জ, পদ্মা অয়েল, অ্যাপোলো ইস্পাত, হাইডেলবার্গ সিমেন্ট ও স্কয়ার ফার্মা।


অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার সিএসইর সিএসসিএক্স সূচক ৩৩ পয়েন্ট কমে ৮ হাজার ৫০৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪০৯ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম। লেনদেন হয় মোট ২৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৩০জুন/জেএস)