logo ২৫ মে ২০২৫
বেড়েছে সূচক ও লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ জুন, ২০১৪ ১৫:৪০:৪৪
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৮৭ পয়েন্টে উন্নীত হয়। এছাড়া ডিএস-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৩৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭ পয়েন্টে স্থির হয়।


ডিএসইতে লেনদেন হয় মোট ৩৯০ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৬টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দাম।


লেনদেনের শীর্ষ কোম্পানিগুলো হলো ইস্টার্ন হাউজিং, বেক্সিমকো, লাফার্জ সুরমা, বিএসআরএম স্টিল, ইউনাইটেড এয়ারওয়েজ, বিএসসি, গ্রামীণফোন, সিএমসি কামাল, বিএসসিসিএল ও ফ্যামিলিটেক্স।


অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, রবিবার সিএসইর সিএসসিএক্স সূচক ১৩৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৩৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৯২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৯৩ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দাম। লেনদেন হয় মোট ৩২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২৯জুন/জেএস)