সূচকে মিশ্র প্রবণতা
২৬ জুন, ২০১৪ ১১:৩২:৪৮

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক সামান্য কমে ৪ হাজার ৪০৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ৬২০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ৬ পয়েন্টে স্থির হয়।
এ সময়ে ডিএসইতে লেনদেন হয় মোট ২৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- লাফার্জ সুরমা, বিএসসি, বেক্সিমকো, ডেল্টা লাইফ, বিএসসিসিএল, বিডি বিল্ডিং, অ্যাক্টিভ ফাইন, ইউনাইটেড এয়ারওয়েজ, এসিআই ও সিএমসি কামাল।
অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১৯ পয়েন্ট কমে ৮ হাজার ৩৮২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪২ পয়েন্ট কমে ১১ হাজার ১৪৮ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৭০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৩টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির দাম।
এ সময়ে লেনদেন হয় মোট ৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২৬জুন/জেএস)