কমেছে সূচক এবং লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ জুলাই, ২০১৪ ১৫:২৭:১৩

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার মূল্যসূচক ও লেনদেন উভয়ই কমেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট কমে ৪ হাজার ৪৬৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট এক হাজার ৬৩৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট কমে এক হাজার ০৯ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- পদ্মা অয়েল, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা, মেঘনা পেট্রোলিয়াম, প্রিমিয়ার ব্যাংক, ইউনাইটেড এয়ারওয়েজ, আলহাজ টেক্সটইল, জেএমআই সিরিঞ্জ ও গ্রামীণফোন।
বুধবার লেনদেন হয়েছে মোট ২৪৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৭ পয়েন্ট কমে ৮ হাজার ৪৯৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে ১১ হাজার ৩৯৯ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।
লেনদেন হয় মোট ২০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২জুলাই/জেএস)