logo ২৫ মে ২০২৫
কমেছে সূচক, বেড়েছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ জুলাই, ২০১৪ ১৫:৪০:৫৬
image

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্যসূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট কমে ৪ হাজার ৪৩৬ পয়েন্টে নেমে আসে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে এক হাজার ৬২১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ০২ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বেক্সিমকো, অ্যাপোলো ইস্পাত, আলহাজ টেক্সটাইল, ইউনাইটেড এয়ারওয়েজ, গ্রামীণফোন, বিএসসি, প্রিমিয়ার ব্যাংক, লাফার্জ সুরমা, ন্যাশনাল ব্যাংক ও বিডি থাই।


লেনদেন হয়েছে মোট ২৬১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ২৫ পয়েন্ট কমে ৮ হাজার ৪৭৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫৩ পয়েন্ট কমে ১১ হাজার ৩৫৯ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম। লেনদেন হয় মোট ২৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৩জুলাই/জেএস)