logo ২৫ মে ২০২৫
পতন দিয়েই সপ্তাহের শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ জুলাই, ২০১৪ ১৪:০৮:২০
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট কমে ৪ হাজার ৪১১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৬১২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট কমে ৯৯৭ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দাম। লেনদেন হয়েছে মোট ২১৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বেক্সিমকো, অ্যাপোলো ইস্পাত, পেনিনসুলা, বিডি বিল্ডিং, জেনারেশন নেক্সট, বেক্সিমকো ফার্মা, বিচ হ্যাচারি, লাফার্জ সুরমা, ইউনাইটেড এয়ারওয়েজ ও বিইডিএল ।


অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, রোববার সিএসইর সিএসসিএক্স সূচক ৬১ পয়েন্ট কমে ৮ হাজার ৪০২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৩০ পয়েন্ট কমে ১১ হাজার ১৯৭ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম। লেনদেন হয় মোট ১৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৬জুলাই/জেএস)