সূচকে মিশ্র প্রবণতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ জুলাই, ২০১৪ ১১:৪৭:২৫

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার লেনদেনের শুরুতে মূল্যসূচক সামান্য ঊর্ধ্বমুখী থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওঠানামা করছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ২৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে ৪ হাজার ৪৩৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক সামান্য কমে এক হাজার ৬২১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য বেড়ে এক হাজার ০৩ পয়েন্টে স্থির হয়।
এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বেক্সিমকো, অ্যাপোলো ইস্পাত, পেনিনসুলা, বিডি বিল্ডিং, জেনারেশন নেক্সট, বেক্সিমকো ফার্মা, বিচ হ্যাচারি, লাফার্জ সুরমা, ইউনাইটেড এয়ারওয়েজ ও বিইডিএল ।
লেনদেন হয়েছে মোট ৬৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ২৯ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৯ পয়েন্ট কমে ৮ হাজার ৪৫৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ১১ হাজার ৩১৯ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১০৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।
এ সময়ে লেনদেন হয় মোট ৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/৭জুলাই/জেএস)