logo ২৫ মে ২০২৫
ঈদে ৯দিনের ছুটিতে ডিএসই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ জুলাই, ২০১৪ ১১:২৭:৪৭
image

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর ও সরকারি ছুটিসহ মোট নয়দিন বন্ধ থাকবে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।বৃহস্পতিবার ডিএসইর উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ ও প্রকাশনা বিভাগ) মো. শফিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


ঈদ উপলক্ষে আগামী ২৭ জুলাই রবিবার থেকে ৩১ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে এই বাজার। ২৭ জুলাইয়ের আগের দুদিন এবং ৩১ জুলাইয়ের পরের দুদিন শুক্র এবং শনিবার সরকারি ছুটি। অর্থাৎ ২৫ জুলাই থেকে ২আগষ্ট পর্যন্ত নয়দিন বন্ধ থাকবে ডিএসই। আগামী ৩ আগস্ট রবিবার থেকে ডিএসইতে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।


আগামী ৩ আগস্ট থেকে ডিএসইর লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম সাধারণ সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে। লেনদেন চলবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দুইটা ৩০ মিনিট পর্যন্ত।


রোজায় দেশের দুই শেয়ারবাজার ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কার্যক্রম চলছে।


লেনদেন চলছে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।


(ঢাকাটাইমস/১০জুলাই/জেএস)