শুরুতে উর্ধ্বমুখী সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ জুলাই, ২০১৪ ১১:৪৪:৩৭

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। একই প্রবণতা দেকা যাচ্ছে দেশের অপর পুঁজি বাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪০৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ৬১৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ০১ পয়েন্টে স্থির হয়।
এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।
লেনদেন হয় মোট ২০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- লাফার্জ সুরমা, অলিম্পিক, বেক্সিমকো, গ্রামীণফোন, ফার কেমিক্যাল, সিভিও পেট্রোকেমিক্যাল, অ্যাপোলো ইস্পাত, হাইডেলবার্গ সিমেন্ট, বিএসসি ও মার্কেন্টাইল ব্যাংক।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১০ টা ৫৬ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৫৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৬৫ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দাম।
এ সময়ে লেনদেন হয় মোট ১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/৯জুলাই/জেএস)