কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ জুলাই, ২০১৪ ১৪:৩৯:৫৬

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচক এবং লেনদেন কমেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে ৪ হাজার ৩৭১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৬০৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য বেড়ে ৯৯৫ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির দাম।
লেনদেন হয় মোট ১৫৭ কোটি ৪৯ লাখ ১৩ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- লাফার্জ সুরমা, অলিম্পিক, বেক্সিমকো, গ্রামীণফোন, ফার কেমিক্যাল, সিভিও পেট্রোকেমিক্যাল, অ্যাপোলো ইস্পাত, হাইডেলবার্গ সিমেন্ট, বিএসসি ও মার্কেন্টাইল ব্যাংক।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার সিএসইর সিএসসিএক্স সূচক ১১ পয়েন্ট কমে ৮ হাজার ৩২৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২৫ পয়েন্ট কমে ১১ হাজার ১২৬ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।
লেনদেন হয় মোট ১২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/৯জুলাই/জেএস)