কমেছে সূচক এবং লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ জুলাই, ২০১৪ ১৫:২৭:২২

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবারও লেনদেনে খরা কাটেনি।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৩৬৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক সামান্য বেড়ে এক হাজার ৬০৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে ৯৯৬ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির দাম। এদিন লেনদেন হয়েছে ১৭৭ কোটি ২১ লাখ ৮ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুায়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- হাইডেলবার্গ সিমেন্ট, ফার কেমিক্যাল, বেক্সিমকো, লাফার্জ সুরমা, গ্রামীণফোন, কর্ণফুলী ইন্স্যুরেন্স, অ্যাপোলো ইস্পাত, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা ও বিআইএফসি।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৩৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৭৯ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৯১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম। লেনদেন হয় মোট ১৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১০জুলাই/জেএস)