বেড়েছে সূচক কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ জুলাই, ২০১৪ ১৫:০৫:০৯

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার মূল্যসূচক বেড়েছে। তবে এদিনও ডিএসইর লেনদেন দুইশ কোটির কম হয়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৭৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ৬০৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে ৯৯৮ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৩টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বেক্সিমকো, অলিম্পিক, অ্যাপোলো ইস্পাত, স্কয়ার ফার্মা, ইস্টার্ন হাউজিং, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, পেনিনসুলা, ফার কেমিক্যাল ও ইউনাইটেড এয়ারওয়েজ।
লেনদেন হয় মোট ১৮৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার সিএসইর সিএসসিএক্স সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৩৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৭৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৪৫ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১১৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।
লেনদেন হয় মোট ১৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১৪জুলাই/জেএস)