শুরুতে উর্ধ্বমুখী সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ জুলাই, ২০১৪ ১১:২৭:৪৭

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৬২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৬০৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে ৯৯৫ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বেক্সিমকো, অলিম্পিক, অ্যাপোলো ইস্পাত, স্কয়ার ফার্মা, ইস্টার্ন হাউজিং, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, পেনিনসুলা, ফার কেমিক্যাল ও ইউনাইটেড এয়ারওয়েজ।
লেনদেন হয় মোট ২০ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, সকাল ১০টা ৫৫ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩০৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৮৮ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে ৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির দাম।
এ সময়ে লেনদেন হয় মোট ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১৪জুলাই/জেএস)