কমেছে সূচক, বেড়েছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ জুলাই, ২০১৪ ১৫:৩৫:১২

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার মূল্যসূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট কমে ৪ হাজার ৩৭৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট কমে এক হাজার ৫৯১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৪ পয়েন্ট কমে ৯৮৪ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৩টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- স্কয়ার ফার্মা, বেক্সিমকো, শাহজিবাজার, পেনিনসুলা, ফার কেমিক্যাল, বিএসসি, লাফার্জ সুরমা, গ্রামীণফোন, ইউসিবিএল ও বেক্সিমকো ফার্মা।
লেনদেন হয় মোট ২৬৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, রোববার সিএসইর সিএসসিএক্স সূচক ৩৫ পয়েন্ট কমে ৮ হাজার ২৯১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৮৬ পয়েন্ট কমে ১১ হাজার ৭০ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম।
লেনদেন হয় মোট ২২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২০জুলাই/জেএস)