শুরুতে সূচকে মিশ্র প্রবণতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ জুলাই, ২০১৪ ১১:২৩:৪৪

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক সামান্য কমে ৪ হাজার ৩৭৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ৬০৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য কমে ৯৯৭ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- শাহজিবাজার পাওয়ার, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, অ্যাপোলো ইস্পাত, লাফার্জ সুরমা, গ্রামীণফোন, ফার কেমিক্যাল, বেক্সিমকো ফার্মা, মেঘনা পেট্রোলিয়াম ও মতিন স্পিনিং মিলস।
এ সময়ে লেনদেন হয় মোট ২৫ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১ টা ০৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৯ পয়েন্ট কমে ৮ হাজার ৩১৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৪৯ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম।
লেনদেন হয় মোট ৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১৫জুলাই/জেএস)