শুরুতেই উর্ধ্বমুখী
নিজস্ব প্রতিনিধি, ঢাকাটাইমস
২৪ জুলাই, ২০১৪ ১১:২৭:০৯

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪০৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৬১১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে ৯৯৭ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- গ্রামীণফোন, বেক্সিমকো, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা, ফার কেমিক্যাল, স্কয়ার ফার্মা, প্রিমিয়ার ব্যাংক, পদ্মা অয়েল, গোল্ডেন সন ও জেনারেশন নেক্সট ফ্যাশন্স।
এ সময়ে লেনদেন হয় মোট ৪৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৩৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৮ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৬১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির দাম।
লেনদেন হয় মোট ১৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২৪জুলাই/জেএস)