logo ২৪ মে ২০২৫
দিনের শুরুতে বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ জুলাই, ২০১৪ ১১:২৫:২৯
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও লেনদেনের শুরুতে মূল্যসূচকে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৩৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৬২১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৪ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বেক্সিমকো, লাফার্জ সুরমা, গ্রামীণফোন, ফার কেমিক্যাল, শাহজিবাজার পাওয়ার, অ্যাক্টিভ ফাইন, জেনারেশন নেক্সট, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, অ্যাপোলো ইস্পাত ও পেনিনসুলা।


এ সময় লেনদেন হয় মোট ৬৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় সিএসইর সিএসসিএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৯৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩৩ পয়েন্ট কমে ১১ হাজার ২১৩ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৯টির, কমেছে ২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির দাম।


লেনদেন হয় মোট ৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২৩জুলাই/জেএস)