logo ২৪ মে ২০২৫
উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ আগস্ট, ২০১৪ ১২:১৫:০১
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ২৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫০৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৬০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ২৬ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- গ্রামীণফোন, এমজেএল বাংলাদেশ, বেক্সিমকো, গোল্ডেন সন, আর্গন ডেনিমস, শাহজিবাজার পাওয়ার, বিডি বিল্ডিং, এসিআই লিমিটেড, ফার কেমিক্যাল ও ডেল্টা স্পিনিং।


এ সময়ে লেনদেন হয় মোট ১৫৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ২৭ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫০৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৫৭ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৩২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।


এ সময়ে লেনদেন হয় মোট ১১ কোটি ০৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৬আগস্ট/জেএস)