ডিএসইতে লেনদেন সাড়ে ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ আগস্ট, ২০১৪ ১৬:২৯:০২

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার মূল্যসূচক ও লেনদেন উভয়ই বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৩০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৭৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২০ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৭ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম। লেনদেন হয় মোট ৭৬৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- এমজেএল বাংলাদেশ, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, অ্যাক্টিভ ফাইন, শাহজিবাজার পাওয়ার, বেক্সিমকো, হা-ওয়েল টেক্সটাইল, এসিআই ফার কেমিক্যাল ও আর্গন ডেনিমস।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৮৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৩২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪৩৬ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম। লেনদেন হয় মোট ৭৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১০আগস্ট/জেএস)