আজও বেড়েছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ আগস্ট, ২০১৪ ১৬:০১:২২

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও মূল্যসূচক বেড়েছে। এ নিয়ে টানা ছয় দিন সূচক বাড়ল।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে এক হাজার ৭০১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৬০ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম। লেনদেন হয় মোট ৭৯০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- এমজেএল বাংলাদেশ, স্কয়ার ফার্মা, অ্যাপোলো ইস্পাত, অ্যাক্টিভ ফাইন, গ্রামীণফোন, লাফার্জ সুরমা, বিডি বিল্ডিং, সামিট পাওয়ার, সামিট পূর্বাঞ্চল পাওয়ার ও এসিআই লিমিটেড।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৫৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৩১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১২২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৫২ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম। লেনদেন হয় মোট ৫৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১১আগস্ট/জেএস)