logo ২৪ মে ২০২৫
সূচক বাড়ছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ আগস্ট, ২০১৪ ১২:২৯:৩০
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার মূল্যসূচকের সঙ্গে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা সোয়া ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৯৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৬ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম। এ সময়ে লেনদেন হয় মোট ১৮৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ১৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৭০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৪৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৪৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৭৮ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১২৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম।


লেনদেন হয় মোট ১১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১১আগস্ট/জেএস)