ব্রেকারেজ হাউজের সংখ্যা বেড়েছে উভয় বাজারেই
ঢাকাটাইমস ডেস্ক
১২ আগস্ট, ২০১৪ ১৬:০৭:৪৮

ঢাকা: দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসসি) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ(সিএসসি)উভয় বাজারেই ব্রেকারেজ হাউজের সংখ্যা বাড়ানো হয়েছে। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) নতুন প্রক্রিয়ার পাইলট প্রকল্পে অংশগ্রহণের জন্য এ সংখ্যা বাড়ানো হয়েছে। ব্রোকার হাউজগুলো সফটওয়্যার আপডেটসহ এ লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে।
সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আরও ১৫টি এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ১৪টি ব্রোকারেজ হাউজের তালিকা বিএসইসিতে পাঠিয়েছে। ফলে এ প্রক্রিয়ায় অংশ নিতে ডিএসইর ৮১টি ও সিএসইর ৪৪টি ব্রোকারেজ হাউজ প্রস্তুত রয়েছে।
গত ২০ জুলাই এ প্রক্রিয়া চালু করতে ডিএসই ৬৬টি ও সিএসই ৩০টি ব্রোকারেজ হাউজের তালিকা বিএসইসিতে পাঠিয়েছিল।
বর্তমানে আগ্রহী ব্রোকার হাউজগুলোর তালিকা নিয়ে কাজ করছে কমিশন। তবে পাইলট প্রকল্পের জন্য আগ্রহী নতুন ব্রোকারদের তালিকাও অন্তর্ভুক্ত করা হবে। আগামী কমিশন সভায় পাইলট প্রকল্প চালুর বিষয়টি অনুমোদন দেওয়া হবে। এর পর নতুন এ প্রকল্প চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।