আজও ঊর্ধ্বমুখী সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ আগস্ট, ২০১৪ ১১:২৯:৫০

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এর আগে টানা ছয় দিন সূচক বাড়ে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬০১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে এক হাজার ৭২১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৯ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম। এ সময় লেনদেন হয় মোট ১৩৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বিএসসি, লাফার্জ সুরমা, অ্যাক্টিভ ফাইন, এমজেএল বাংলাদেশ, অ্যাপোলো ইস্পাত, স্কয়ার ফার্মা, বিএসসিসিএল, গ্রামীণফোন, গোল্ডেন সন ও সামিট পূর্বাঞ্চল পাওয়ার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৪ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৪৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৭৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১১৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৫৬ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দাম। এ সময় লেনদেন হয় মোট ৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১২আগস্ট/জেএস)