চট্টগ্রাম: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) মাসে দুইবার সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে। পুঁজিবাজার বিশ্লেষণ, বিনিয়োগ বিষয়ে বিনিয়োগকারীদের ধারণা উন্নতকরণ এবং ডিমিউচুয়্যালাইজেশন উত্তর কার্যক্রম সংশ্লিষ্ট সকলকে অবহিতকরণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয় সিএসই।
সিএসইর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি মাসের ১ম ও ৩য় সোমবার নিয়মিত এই সংবাদ সম্মেলন করবে সিএসই। আর প্রথম সংবাদ সম্মেলনটি আগামী ১৮ আগস্ট সকাল ১১টায় সিএসই’র ঢাকা কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
সিএসই চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ এবং পরিচালনা পর্ষদের সদস্যরা এ সংক্রান্ত বক্তব্য তুলে ধরবেন। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন।
(ঢাকাটাইমস/ ১৩আগস্ট/ প্রতিনিধি/ জেডএ.)