শুরুতে ধীর গতির উর্ধ্বমুখী প্রবণতা সূচকে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ আগস্ট, ২০১৪ ১১:৫০:১৯

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কয়েক কার্যদিবসের চেয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেনে কিছুটা ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৩৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৯৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৫০ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির দাম। এ সময় লেনদেন হয় মোট ১১৯ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- অ্যাক্টিভ ফাইন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), গ্রামীণফোন, অ্যাপোলো ইস্পাত, হা-ওয়েল টেক্সটাইল, এইমস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, বেক্সিমকো, এজেএল বাংলাদেশ ও লাফার্জ সুরমা সিমেন্ট।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় সিএসইর সিএসসিএক্স সূচক ৬ পয়েন্ট কমে ৮ হাজার ৫৫৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৯ পয়েন্ট কমে ১১ হাজার ৪৪৮ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১২৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম। এ সময় লেনদেন হয় মোট ৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১৩আগস্ট/জেএস)