logo ২৪ মে ২০২৫
ডিএসইতে লেনদেন কমেছে, সিএসইতে বেড়েছে
নিজস্ব প্রতিবেদক ঢাকা টাইমস
১৮ আগস্ট, ২০১৪ ১৯:০৭:২৭
image


ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।  

দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৫৪ পয়েন্টে। ডিএসইতে দিনভর লেনদেন হওয়া ২৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১৬৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৬১৫ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকা।

বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪ হাজার ৫৫৪ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ৬৩২ কোটি ৩২ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সে হিসাবে সোমবার ডিএসইতে লেনদেন কমেছে ১৭ কোটি ১০ লাখ ৭৮ হাজার টাকা।

সোমবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের। এ দিন এ কোম্পানির ১ কোটি ৫২ লাখ ৫০০টি শেয়ার ৫১ কোটি ৪২ লাখ ৪১ হাজার ৯০০ টাকায় লেনদেন হয়েছে।

এ দিন ডিএসইর টপ-২০ কোম্পানিগুলোর মোট ৩২৭ কোটি ১৫ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৪৬.৮২ শতাংশ।

দিনশেষে অন্যবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৫৩৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১৩৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৫৪ কোটি ১৫ লাখ টাকা।

(ঢাকাটাইমস/১৮ আগস্ট/ এআর/ ঘ.)