logo ২৪ মে ২০২৫
ডিএসইতে ঊর্ধ্বমুখী সিএসইতে ওঠানামায় লেনদেন চলছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ আগস্ট, ২০১৪ ১১:৩৬:২৩
image

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতেই মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ওঠানামা মধ্যে রয়েছে। 

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৭২২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৯ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- কেপিপিএল, লাফার্জ সুরমা, বিএসআরএম স্টিল, অ্যাপোলো ইস্পাত, গ্রামীণফোন, বিএসসি, এমজেএল বাংলাদেশ, বেক্সিমকো, মতিন স্পিনিং ও আমরা টেকনোলজি।

এ সময় লেনদেন হয় মোট ৮৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৬৩২ কোটি ৩২ লাখ টাকা।     

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০২ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১২ পয়েন্ট কমে ৮ হাজার ৫৮৩ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১১ হাজার ৪১৬ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৭টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম।

লেনদেন হয় মোট ৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৪২ কোটি ৬৪ লাখ টাকা। 


(ঢাকাটাইমস/ ১৮ আগস্ট/ এআর/ ঘ.)