কমেছে সূচক এবং লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ আগস্ট, ২০১৪ ১৬:০৫:৩২

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমলেও সূচক বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৪৭ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ৭২৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ৬১ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- মবিল যমুনা, কেপিপিএল, বেক্সিমকো, এসিআই, বিএসসি, বিএসসিসিএল, লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জ সুরমা, আইডিএলসি ও আমরা টেকনোলজি।
লেনদেন হয় মোট ৬৩২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৭৪ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৩৮ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।
লেনদেন হয় মোট ৪৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২১আগস্ট/জেএস)