logo ২৪ মে ২০২৫
বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ আগস্ট, ২০১৪ ১২:০৯:৪৪
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার মূল্যসূচকে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৮ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৩৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৪ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির দাম। এ সময়ে লেনদেন হয় মোট ২০১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বেক্সিমকো, বিএসআরএম স্টিল, কেপিপিএল, মবিল যমুনা, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, তিতাস গ্যাস, এসিআই লিমিটেড, গ্রামীণফোন, স্কয়ার টেক্সটাইল ও আমরা টেকনোলজি।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১ টা ৩০ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৪২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬০২ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ৮১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৮৪ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১১৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম। লেনদেন হয় মোট ১১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২৪আগস্ট/জেএস)