ডিএসইতে কমেছে সূচক, বেড়েছে সিএসইতে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ আগস্ট, ২০১৪ ১৫:৫৭:১৩

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার আগের কার্যদিবসের চেয়ে লেনদেনের পরিমাণ বেড়েছে। ওদিকে ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৪০ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ৭২১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ৬০ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম। লেনদেন হয় মোট ৭৩৮ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বেক্সিমকো, বিএসআরএম স্টিল, কেপিপিএল, মবিল যমুনা, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, তিতাস গ্যাস, এসিআই লিমিটেড, গ্রামীণফোন, স্কয়ার টেক্সটাইল ও আমরা টেকনোলজি।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৭৯ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ৫০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৫৩ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম। লেনদেন হয় মোট ৫৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২৪আগস্ট/জেএস)