logo ২৪ মে ২০২৫
ন্যাশনাল ফিডের আইপিও অনুমোদন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ আগস্ট, ২০১৪ ২০:০০:৩১
image

ঢাকা: শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের জন্য ন্যাশনাল ফিড মিলস লিমিটেডকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ (বিএনইসি)।  কমিশনের ৫২৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। মঙ্গলবার বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানিটি বাজারে এক লাখ ৮০ হাজার সাধারণ শেয়ার ছেড়ে ১৮ কোটি টাকা উত্তোলন করবে। শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। কোনো প্রিয়াম নেয়া হবে না।


কোম্পানিটি উত্তোলিত অর্থ দিয়ে ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ, চলতি মূলধন এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ বাবদ ব্যয় করবে।


কোম্পানিটির ৩০ জুন ২০১৩ সালের সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত হিসেব অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) এক টাকা ৮৫ পয়সা, নেট এ্যাসেট ভ্যালু (এসএভি) ১৪ টাকা ৫৫ পয়সা।


কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন আইসএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং পিএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।


(ঢাকাটাইমস/২৬আগস্ট/আরএম/এএসএ)