logo ২৪ মে ২০২৫
সূচকে মিশ্র প্রবণতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ আগস্ট, ২০১৪ ১২:২১:০৯
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনে সূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা সোয়া ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে ৪ হাজার ৫৩৮ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ৭১৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য কমে এক হাজার ৫৯ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম। এ সময়ে লেনদেন হয় মোট ১৩৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বেক্সিমকো, বিএসআরএম স্টিল, লাফার্জ সুরমা, কেপিপিএল, মবিল যমুনা, এসপিপিএল, বিএসসিসিএল, এসিআই, সামিট পাওয়ার ও লংকাবাংলা ফিন্যান্স।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১ টা ১৬ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২ পয়েন্ট কমে ৮ হাজার ৫৭৬ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ৪২ পয়েন্ট কমে ১১ হাজার ৫০২ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১১৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।


এ সময় লেনদেন হয় মোট ৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২৫আগস্ট/জেএস)