দুই সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ আগস্ট, ২০১৪ ২২:০৭:৫৫

ঢাকা: সিকিউরিটিজ আইন ভাঙার দায়ে দুটি কোম্পানিকে ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এবি সিকিউরিটিজ লিমিটেডকে পাঁচ লাখ ও ইউনিক শেয়ার ম্যানেজমেন্ট লিমিটেডকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার কমিশনের ৫২৫তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এর ৮ (সি) (আই), সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এর ৮ এ (১), (২) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০ এর দ্বিতীয় তফসিলের আচরণবিধি ১ ও ২ লঙ্ঘনের দায়ে এবি সিকিউরিটিজ লিমিটেডকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে কমিশন।
ইউনিক শেয়ার ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালকদের ঋণ সুবিধা গ্রহণ, ডিলার একাউন্টে ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর ২০১৩ কোনও লেনদেন না করায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিধিমালা ২০০০ এর বিধি ১১ লঙ্ঘন, নন মার্জিনেবল জেড ক্যাটাগরির শেয়ার ক্রয়ে ঋণ প্রদান, নন মার্জিনেবল শেয়ার মার্জিন ঋণ প্রদানের মাধ্যমে কমিশনের আদেশ লঙ্ঘন, অতিরিক্ত মার্জিন ঋণ প্রদান করে কমিশনের আদেশ লঙ্ঘন, পাঁচ লাখ টাকার বেশি নগদ গ্রহণের মাধ্যমে সিকিউরিটিজ এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এর রুলস ৮ (সি) (আই) লঙ্ঘন করে। এজন্য এ কোম্পানিকে পাঁচ লাখ টাকা জরিমানা করে কমিশন।
(ঢাকাটাইমস/২৬ আগস্ট/আরএম/এজে)