logo ২৪ মে ২০২৫
উর্ধ্বমুখী সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ আগস্ট, ২০১৪ ১১:২৬:২৮
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার মূল্যসূচকের সঙ্গে বাড়ছে লেনদেনের পরিমাণও।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬০৭ পয়েন্টে উঠে আসে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৩১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৭১ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম। এ সময় লেনদেন হয় মোট ১০৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো ফার্মা, গোল্ডেন সন, বিডি বিল্ডিং, মবিল যমুনা, ব্র্যাক ব্যাংক, বিএসআরএম স্টিল ও গ্রামীণফোন।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় সিএসইর সিএসসিএক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭০২ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ১০৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭৪৮ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দাম। এ সময় লেনদেন হয় মোট ৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২৭আগস্ট/জেএস)