logo ২৩ মে ২০২৫
বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ সেপ্টেম্বর, ২০১৪ ১১:৫৩:৩১
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭০ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ৭২৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৪ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম। এ সময় লেনদেন হয় মোট ৭৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- তুং হাই, গ্রামীণফোন, মবিল যমুনা, সামিট পাওয়ার, বেক্সিমকো, ফার ইস্ট নিটিং, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো ফার্মা, বিএসআরএম ও কেপিপিএল।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৬৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৪৭ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ৪০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪৬১ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৭০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম। এ সময় লেনদেন হয় মোট ৭ কোটি ০৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/জেএস)