আগস্টে ডিএসইতে বিদেশি বিনিয়োগ কমেছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
০১ সেপ্টেম্বর, ২০১৪ ২২:৩৩:০৪
ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জুলাই মাসের তুলনায় আগস্টে বিদেশী নিট বিনিয়োগ কমেছে ৬৭ কোটি ১৮ লাখ ৬ হাজার ৬৯৫ টাকা। জুলাই মাসে নিট বিনিয়োগ ছিল ৭৯ কোটি ৬৪ লাখ ২৮ হাজার ১৯৯ টাকা।
সোমবার ডিএসই’র এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত জুলাই মাসে মোট ১৬৬ কোটি ৪৫ লাখ ২২ হাজার ৭০ টাকার শেয়ার ও ইউনিট ক্রয় করেন বিদেশী বিনিয়োগকারীরা। আর বিক্রি করেন ৮৬ কোটি ৮০ লাখ ৯৩ হাজার ৮৭১ টাকা। ফলে নিট বিনিয়োগ দাঁড়ায় ৭৯ কোটি ৬৪ লাখ ২৮ হাজার ১৯৯ টাকা। অন্যদিকে আগস্ট মাসে মোট ১৬৪ কোটি ৯৩ লাখ ৮ হাজার ৬৮৯ টাকার শেয়ার ও ইউনিট ক্রয় করেন বিদেশী বিনিয়োগকারীরা।
বিক্রি করেন ১৫২ কোটি ৪৭ লাখ ৪৬ হাজার ৫৮৫ টাকা। ফলে নিট বিনিয়োগ দাঁড়ায় ১২ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ১০৪ টাকা। সে হিসেবে জুলাই মাসের তুলনায় আগস্টে বিদেশী নিট বিনিয়োগ কমেছে ৬৭ কোটি ১৮ লাখ ৬ হাজার ৬৯৫ টাকা।
(ঢাকা টাইমস/১ সেপ্টেম্বর/আরএম)