উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ সেপ্টেম্বর, ২০১৪ ১১:৩৯:৩২

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮৭ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৩২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৪ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৩টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম। এ সময় লেনদেন হয় মোট ৭৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- রেনেটা, আমরা টেকনোলজি, অগ্নি সিস্টেমস, গ্রামীণফোন, বিএসসি, ফু-ওয়াং ফুড, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস, লাফার্জ সুরমা, ফার কেমিক্যাল ও দেশবন্ধু পলিমার।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় সিএসইর সিএসসিএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬০৪ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ১১ হাজার ৩১৪ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির দাম। এ সময় লেনদেন হয় মোট ৪ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/জেএস)