logo ২৩ মে ২০২৫
দিনশেষে কমেছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ সেপ্টেম্বর, ২০১৪ ১৬:০৩:৫৯
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসের ধারাবাহিকতায় দ্বিতীয় কার্যদিবস সোমবারও সূচকের সঙ্গে লেনদেনের পরিমাণ কমেছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। 


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩২ পয়েন্ট কমে ৪ হাজার ৬০৮ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৭৩৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ৭৫ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম। লেনদেন হয় মোট ৫০২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- সিঙ্গার বাংলাদেশ (বিডি), সুহৃদ ইন্ডাস্ট্রিজ, আর্গন ডেনিমস, লফার্জ সুরমা, বেক্সিমকো, এসিআই ফর্মুলেশন, এবি ব্যাংক, দেশবন্ধু পলিমার, ইউসিবিএল ও মবিল যমুনা।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৫৫ পয়েন্ট কমে ৮ হাজার ৬৮২ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ১১ হাজার ৪৬৯ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৯টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম। লেনদেন হয় মোট ৪২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/জেএস)