ঢাকা : সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৭টি কোম্পানিকে অন্তর্ভূক্ত করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। সিএসই তালিকাভূক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স চুড়ান্ত করা হয়েছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিএসই।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বছরে দু’বার ইনডেক্সভূক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালচোনার ভিত্তিতে সিএসই-৩০ সমন্বয় করা হয়। এটি ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
নতুন করে যে ৭টি কোম্পানি যুক্ত হয়েছে সেগুলো হলো- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি., অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি., অরিয়ন ফার্মা লি., বাটা সু কোম্পানি (বিডি) লি., ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লি., লিনডে বাংলাদেশ লি. ও লংকাবাংলা ফাইন্যান্স লি.।
আর বাদ পড়া কোম্পানিগুলো হলো- বিডি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, ঢাকা ব্যাংক লি., সাউথইস্ট ব্যাংক লি., বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লি., আরামিট লি., বেক্সিমকো লি. ও জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লি.।
সিএসই-৩০ ইনডেক্সভুক্ত কোম্পানিগুলো হলো- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি., ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার টেক্সটাইলস লি., স্কয়ার ফার্মাসিটিক্যালস লি., অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি., বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লি., অরিয়ন ফার্মা লি., এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লি., অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লি., কনফিডেন্স সিমেন্ট, হেইডেলবার্গ সিমেন্ট, মেঘনা সিমেন্ট মিলস লি., আফতাব অটোমোবাইলস লি., সিংঙ্গার বাংলাদেশ লি., এ্যপেক্স টেনারি লি., এ্যাপেক্স ফুটওয়্যার লি., বাটা সু কোম্পানি (বিডি) লি., ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লি., পদ্মা অয়েল কোম্পানি লি., যমুনা অয়েল কোম্পানি লি., মেঘনা পেট্রোলিয়াম লি., তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি., লিনডে বাংলাদেশ লি., এবি ব্যাংক লি., ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., উত্তরা ব্যাংক লি., ইর্স্টান ব্যাংক লি., আইডিএলসি ফাইন্যান্স লি., উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি. ও লংকাবাংলা ফাইন্যান্স লি.।
উল্লেখ্য, সিএসই ৩০-ইনডেক্স অর্থনীতির ১৮টি খাতের প্রতিনিধিত্বমূলক একটি বহুমাত্রিক ইনডেক্স। সিএসইতে তালিকাভূক্ত কোম্পানিসমূহের মধ্য হতে ৩০টি কোম্পানি নিয়ে মূলত এ সূচক গঠিত হয়।
সিএসই-৩০ ইনডেক্সভূক্ত কোম্পানিগুলোর পরিশোধিত মূলধন বাজারের মোট পরিশোধিত মূলধনের শতকরা প্রায় ১৫ দশমিক ১১ ভাগ। আর ফ্রি ফ্লট বাজার মূলধনের শতকরা প্রায় ৩১ দশমিক ৬১ ভাগ।
(ঢাকা টাইমস/৮সেপ্টেম্বর/আরএম/এমএটি)