কমছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ সেপ্টেম্বর, ২০১৪ ১১:৩৬:৪২

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের শুরুতে মন্থর গতি লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক সামান্য কমে ৪ হাজার ৬৪১ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ৭৪৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য বেড়ে এক হাজার ৮১ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম। এ সময় লেনদেন হয় মোট ৭৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- সিঙ্গার বাংলাদেশ (বিডি), সুহৃদ ইন্ডাস্ট্রিজ, আর্গন ডেনিমস, লফার্জ সুরমা, বেক্সিমকো, এসিআই ফর্মুলেশন, এবি ব্যাংক, দেশবন্ধু পলিমার, ইউসিবিএল ও মবিল যমুনা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৪০ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ৩৩ পয়েন্ট কমে ১১ হাজার ৫২১ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দাম। লেনদেন হয় মোট ৬ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/জেএস)