শুরুতে উর্ধ্বমুখী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ সেপ্টেম্বর, ২০১৪ ১১:৩৩:৩৯

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৮৭ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৮৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ১০২ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭০টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম। এ সময় লেনদেন হয় মোট ১৩৮ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- রেনেটা, লাফার্জ সুরমা, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, এসিআই ফর্মুলেশন, মবিল যমুনা, সিঙ্গার বাংলাদেশ (বিডি), সিভিও পেট্রোকেমিক্যাল, বেক্সিমকো, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস ও এসিআই লিমিটেড।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৭ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৬৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৮২ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ১২১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৬৪ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১০৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির দাম। লেনদেন হয় মোট ৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/জেএস)