এডিবির সহায়তা চেয়েছে সিএসই
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
১১ সেপ্টেম্বর, ২০১৪ ২০:২৮:৪২
ঢাকা : বিনিয়োগকারীদেরকে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতার জন্য ইনভেস্টর এডুকেশন ও ইনভেস্টর অ্যাডভাইজার সেবা চালু করতে চায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এ বিষয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)’র সহযোগিতা চেয়েছে সিএসই।
বৃহস্পতিবার সিএসই’র ঢাকা কার্যালয়ে এডিবির পরামর্শক প্রতিষ্ঠান দ্য এরিস গ্রুপ লিমিটেডের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সিএসই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে সিএসইর ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী পরিচালনা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় দ্য এরিস গ্রুপ লিমিটেডের প্রতিনিধিদেরকে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবহিত করে সিএসই।
সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন বলেন, ‘ক্লিয়ারিং করপোরেশন এবং ডেরিভেটিভস এর জন্য একটি র্পূণাঙ্গ রোড ম্যাপ প্রনয়ন জরুরি। এছাড়া পুঁজিবাজারকে গতিশীল করার জন্য মার্কেট মেকার আইনের উপর খসড়া প্রস্তাবনা, শেয়ার নেটিংসহ আরো কিছু বিষয়ে প্রস্তাবনা বিএসইসিতে পাঠানো হয়েছে বলে এডিবিকে জানানো হয়েছে।’
(ঢাকা টাইমস/১১সেপ্টেম্বর/আরএম/এমএটি)