সপ্তাহ শেষে বেড়েছে সূচক ও লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ সেপ্টেম্বর, ২০১৪ ১৫:৫৭:৪৭

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমে গেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৭৫ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৮৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১০১ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দাম। লেনদেন হয় মোট ৬৮৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- এসিআই ফর্মুলেশনস, মবিল যমুনা, রেনেটা, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো, বেঙ্গল উইন্ডসোর, লাফার্জ সুরমা, বেক্সিমকো ফার্মা, বঙ্গজ ও এসিআই লিমিটেড।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৫৭ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৯১ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম। লেনদেন হয় মোট ৪০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/জেএস)